মায়ানমারে ভূমিকম্প বিধ্বস্ত পরিস্থিতিতে ভারতের সাহায্য

সোমালিয়া ওয়েব নিউজঃ ভারত মায়ানমারে ভূমিকম্প বিধ্বস্ত এলাকা ইয়াংগং এবং নেপিদতে “অপারেশন ব্রহ্মা”-এর আওতায় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার পাঁচটি বিমান এই কাজে নিয়োজিত হয়েছে। প্রেরিত সামগ্রী ও উদ্ধারকারী দল:C-17 গ্লোবমাস্টার বিমান (২টি)৬০টি প্যারাফিল্ড অ্যাম্বুলেন্স (প্রাথমিক চিকিৎসার জন্য বিশেষ যান) -C-130J সুপার হারকিউলিস বিমান (২টি)জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-এর দল১০ টন ত্রাণ সামগ্রী এর আগে ১৫ টন ত্রাণ ইতোমধ্যে মায়ানমারে পাঠানো হয়েছিল। উদ্ধার কার্যক্রমের বিশেষ দিক: ভূমিকম্পের পর বিমানবন্দর পুরোপুরি সচল না থাকলেও ভারতই প্রথম দেশ যারা রাজধানীতে (নেপিদো) উদ্ধারকারী দল পাঠিয়েছে। NDRF-এর দলটি আজ প্রথম উদ্ধারকারী দল হিসাবে মান্ডালায় পৌঁছবে। বিমান ও নৌবাহিনীর মাধ্যমে মোট ১৩৭ টন ত্রাণ সাহায্য পাঠানো হয়েছে। ভারতের মানবিক সহায়তা উদ্যোগ এই পদক্ষেপ ভারতের প্রতিবেশী প্রথম নীতির (Neighbourhood First Policy) একটি উদাহরণ। দুর্যোগের মুহূর্তে দ্রুত সহায়তা পাঠিয়ে ভারত মায়ানমারের প্রতি সংহতি প্রকাশ করেছে।

Loading