সোমালিয়া ওয়েব নিউজঃ নদীয়ার কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে এক বন্দীর জন্য আনা খাবারের পেঁয়াজের ভেতর থেকে ১৩টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মহিলা মুর্শিদাবাদের কুমারপুরের বাসিন্দা শারমিনা বিবি, বন্দী তাঁর স্বামী মনিরুল শেখ, যিনি মাদক পাচার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। গতকাল, যখন কারারক্ষীরা বন্দীদের জন্য আনা খাবার পরীক্ষা করছিলেন তখন পেঁয়াজের ভেতরে লুকিয়ে ১৩টি সিম কার্ড উদ্ধার হয়। :শারমিনা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি কীভাবে সিম কার্ড সংগ্রহ করলেন এবং কার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। – সংশোধনাগার কর্তৃপক্ষ এই চোরাচালানের নেটওয়ার্কের পেছনে কারা আছে, তা খতিয়ে দেখছে। প্রশ্ন উঠছে: কীভাবে সিম কার্ডগুলো জোগাড় করা হলো? – কারাগারের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এমন জিনিস কীভাবে পৌঁছতে পারত? – এই ঘটনার সঙ্গে কারাগারের ভেতরে অন্য কেউ যুক্ত আছে কি না? এই ঘটনার পর সংশোধনাগারগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক