বাঘের কামড়ে নিহত তিনজনের পরিবারকে ৫ লক্ষ টাকা,কলকাতা হাইকোর্ট

সোমালিয়া ওয়েব নিউজঃ কলকাতা হাইকোর্ট সুন্দরবনে বাঘের কামড়ে নিহত তিনজনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা গতকাল মামলার শুনানির সময় রাজ্যের বন দফতরকে নির্দেশ দেন, প্রত্যেক পরিবারকে ৮ সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের এই অঙ্ক প্রদান করতে হবে। উল্লেখযোগ্য যে, ১৪ বছর আগে গোসাবার নিরাপদ মণ্ডল, ১১ বছর আগে সুন্দরবন কোস্টাল এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল এবং ৬ বছর আগে অর্জুন মণ্ডলের বাঘের কামড়ে মৃত্যু হয়েছিল। তবে এত বছর পরেও তাদের পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি। এরপর, তাদের পরিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কলকাতা হাইকোর্টে আবেদন করে। এই মামলার আইনজীবী শুভেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, যদিও ক্ষতিপূরণের বিষয়ে আইনগত ব্যবস্থা ছিল, কিন্তু সেই সুবিধা পরিবারের জন্য পাওয়া সম্ভব হয়নি। কলকাতা হাইকোর্টের লিগ্যাল সার্ভিস এডও পরিবারগুলিকে আইনি সহায়তা প্রদান করে, যার ফলে আজ তাদের এই সহায়তা মেলেছে।

Loading