সোমালিয়া ওয়েব নিউজঃ সেভ খানাকুল সোসাইটির পক্ষ থেকে খানাকুলের রেল চাই এই মর্মে দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ও রেলমন্ত্রী কে চিঠি লিখলেন খানাকুল বাসীরা। আরামবাগ থেকে হাওড়ার বাগনান পর্যন্ত এই রেলপথ সংযোগ করার আবেদন করেছেন খানাকুলের বাসিন্দারা। আরামবাগ থেকে বাগনানের দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার। কতগুলি স্টেশন এর প্রয়োজন তাও এই আবেদনে উল্লেখ করা হয়েছে। দশটি স্টেশনের প্রয়োজন, স্টেশন গুলি হল গৌরহাটি ডঙ্গল মোড়, রামনগর খানাকুল, রাজহাটি সেনহাট, শাবলসিংহ পুর নন্দনপুর, মারোখান পানশিউলি, উত্তর ভাতোরা, বাগনান। এছাড়াও আরো বিভিন্ন তথ্য রেললাইন চালু করার সুবিধার্থে স্তারিতভাবে আবেদন পত্র লেখা হয়েছে। আবেদন পত্র দেখুন।



More Stories
বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার নবনির্বাচিত মন্ডল সভাপতিদের নামের তালিকা
হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে চালু করা হল e-GDE পরিষেবা
বিদ্যুৎহীন গোঘাটের বিস্তীর্ণ এলাকা