সোমালিয়া ওয়েব নিউজঃ পেরু দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অঞ্চলে, প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র।পেরুর রাজধানী লীমা। পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি অল্লান্তা হুমালাএবং তাঁর স্ত্রী নাদিন হেরেদিয়াকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ২০১১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময় নভনর (অডেব্রেখট) নামে ব্রাজিলের বৃহত্তম নির্মাণ সংস্থা থেকে নির্বাচনী প্রচার তহবিলে অবৈধভাবে অর্থ নেওয়ার। এই অপরাধে তাঁদেরকে দোষী সাব্যস্ত করেছে পেরুর আদালত। অডেব্রেখট নির্মাণ সংস্থাটি বিশ্বব্যাপী নানা দুর্নীতির কারণে পরিচিত এবং এই ঘটনা ল্যাটিন আমেরিকার বৃহত্তম দুর্নীতি কেলেঙ্কারি হিসেবে পরিচিত। হুমালা ও হেরেদিয়া তাঁদের নির্বাচনী প্রচারে এই অবৈধ অর্থ গ্রহণের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেছিলেন। আদালত তাদের বিরুদ্ধে এই অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে দীর্ঘ মেয়াদী কারাদণ্ড দিয়েছে।

More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু