কোভিড ভ্যাকসিন প্রদর্শনী

সোমালিয়া ওয়েব নিউজঃ কলকাতার সায়েন্স সিটিতে গতকাল শুরু হয়েছে একটি বিশেষ প্রদর্শনী, যার নাম ভ্যাকসিন ইঞ্জেক্টিং হোপ। এই প্রদর্শনীর উদ্বোধন করেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (ICMR)প্রাক্তন ডায়রেক্টর জেনারেল বলরাম ভার্গব। তিনি প্রদর্শনীর উদ্বোধনকালে বলেন, কোভিড ভ্যাকসিন বর্তমান যুগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং এটি এই প্রদর্শনীর মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে। বলরাম ভার্গব আরো বলেন, ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম ভ্যাকসিন উৎপাদক দেশ এবং বিশেষত পুনের সিরাম ইনস্টিটিউট বিশ্বব্যাপী ভ্যাকসিন উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করছে, যেখানে প্রায় ষাট শতাংশভ্যাকসিন উৎপাদিত হয়। অনুষ্ঠানে সায়েন্স সিটির অধিকর্তা অনুরাগ কুমার এবং ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ডায়রেক্টর জেনারেল অরিজিৎ দত্ত চৌধুরী উপস্থিত ছিলেন। এই প্রদর্শনীটি কোভিড ভ্যাকসিন এবং এর উৎপাদন, বিতরণ ও এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং এটি ভ্যাকসিন আবিষ্কারের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করবে।

Loading