সোমালিয়া ওয়েব নিউজঃ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও এলাকায় ধর্মীয় চিহ্নিতকরণ করে পর্যটকদের ওপর সংঘটিত জঙ্গি হামলার ঘটনাটি সমগ্র বিশ্ব জুড়ে নিন্দার ঝড়। বৈসারান জঙ্গলের মতো তুলনামূলক শান্তিপূর্ণ এলাকায় এই ধরনের হামলা দেশবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক। এই হামলায় বেশ কয়েকজন পর্যটক হতাহত হয়েছেন, যদিও নিহত ও আহতদের নির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন যে মৃতের সংখ্যা যাচাই করে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আহতদের চিকিৎসার জন্য জেলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে। সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ একযোগে অভিযানে নেমেছে হামলাকারীদের খুঁজে বের করার লক্ষ্যে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জম্মু ও কাশ্মীর সরকার জরুরি ভিত্তিতে হেল্প ডেস্ক চালু করেছে:
শ্রীনগরের হেল্পলাইন নম্বর: ০১৯৪-২৪৫৭৫৪৩, ০১৯৪-২৪৮৩৬৫১, ৭০০৬০৫৮৬২৩
অনন্তনাগ জেলার কন্ট্রোল রুম নম্বর ০১৯৩২২২২৩৩৭, ৭৭৮০৮৮৫৭৫৯, ৯৬৯৭৯৮২৫২৭, ৬০০৬৩৬৫২৪৫
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনাকে “কাপুরুষোচিত ও অমানবিক” বলে বর্ণনা করেছেন এবং নিরপরাধ নাগরিকদের উপর হামলাকে ক্ষমার অযোগ্য বলেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সন্ত্রাসী হামলার নিন্দা করে বলেছেন, “এই জঘন্য কাজের পিছনে যারা রয়েছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে।” তিনি বলেন, “এই অশুভ কর্মসূচি কখনই সফল হবে না।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উপরাজ্যপাল মনোজ সিনহা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন ও পর্যালোচনা শুরু করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও জনগণকে আশ্বস্ত করে বলেছেন, আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

More Stories
ভারতের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন ‘Qdenga’ আসছে ২০২৬-এ!
পরবর্তী প্রধান বিচারপতি
নতুন কমান্ডার-ইন-চিফ