UPSC ২২৭তম স্থান অর্জন করেছেন রাণাঘাট পুলিশ জেলার ডিএসপি (ট্রাফিক) সঞ্জয় কুমারের পুত্র, যশ কুমার

সোমালিয়া ওয়েব নিউজঃ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় প্রথম প্রচেষ্টায় সারা দেশে ২২৭তম স্থান অর্জন করেছেন রাণাঘাট পুলিশ জেলার ডিএসপি (ট্রাফিক) সঞ্জয় কুমারের পুত্র, যশ কুমার। UPSC-এর অফিসিয়াল ফলাফল অনুযায়ী, যশ কুমার রোল নম্বর ০৮৬৬৩১২ সহ ২২৭তম স্থান অধিকার করেছেন । এই অসাধারণ সাফল্যের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ পরিবার যশ কুমার এবং তাঁর পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। যশের এই কৃতিত্ব রাজ্যের জন্য গর্বের বিষয়। উল্লেখযোগ্যভাবে, এই বছরের UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছেন প্রয়াগরাজের শক্তি দুবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে হর্ষিতা গোয়েল এবং ডোংরে আর্চিত পরাগ । যশ কুমার এবং অন্যান্য সফল প্রার্থীদের জন্য সংবাদ সোমালিয়ার পক্ষথেকে রইল শুভকামনা। তাঁদের এই সাফল্য ভবিষ্যতের প্রশাসনিক দায়িত্ব পালনে ছাত্র ছাত্রীদের প্রেরণা যোগাবে।

Loading