সোমালিয়া ওয়েব নিউজঃ পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হওয়া জঙ্গি হামলার ঘটনায় সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং একসুরে এই ঘটনার নিন্দা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একে কাপুরুষোচিত ও নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন, নিরীহ নাগরিকদের লক্ষ্য করে এমন হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও এই সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র সমালোচনা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, “এই কাপুরুষোচিত হামলা মানবতার কলঙ্ক। সীমান্তপারের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশ ঐক্যবদ্ধ।” একইভাবে, বিরোধীদলনেতা রাহুল গান্ধী বলেন, “এই হৃদয়বিদারক ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ একজোট।” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন। সিপিএম-ও এই হামলাকে মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও, দেশের নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের প্রশ্নে সর্বস্তরের রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ থাকা উচিত।

More Stories
রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী
আজ অক্ষয় তৃতীয়া
আজ সন্ধ্যায় মর্যাদাপূর্ণ পদ্ম পুরস্কার প্রদান