সোমালিয়া ওয়েব নিউজঃ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রাক্ষসখালী অঞ্চলে একটি পুকুর থেকে এক কুমির উদ্ধার করা হয়েছে। কুমিরটির আশপাশে পাওয়া যায় প্রায় চল্লিশটি ডিম, যা আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি করে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে পুকুরে কুমিরটির উপস্থিতি লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে বনদপ্তরকে খবর দেন। দ্রুত বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে সেটিকে কলস জঙ্গল সংলগ্ন এলাকায় ছেড়ে দেওয়া হয়, যেখানে কুমিরটির স্বাভাবিক বাসস্থান রয়েছে বলে মনে করা হচ্ছে।
উদ্ধার অভিযানের সময় পুকুরের পাড়ে পাওয়া চল্লিশটি কুমিরের ডিম সংগ্রহ করে পাঠানো হয়েছে ভাগবতপুর কুমির প্রকল্পে। বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, সেখানে ডিমগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা হবে, যাতে সেগুলি থেকে সফলভাবে বাচ্চা কুমির ফোটানো সম্ভব হয়।
বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, “কুমির ও তার ডিম উদ্ধার অভিযান সম্পূর্ণ নিরাপদভাবে সম্পন্ন হয়েছে। ভাগবতপুর প্রকল্পে ডিম সংরক্ষণের ফলে ভবিষ্যতে এই বিপন্ন প্রজাতির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব হবে।”
এই ঘটনার মাধ্যমে আবারও উঠে এলো সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্যের গুরুত্ব। প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সচেতনভাবে এই ধরণের পরিস্থিতি সামাল দেওয়ায় প্রশংসিত হয়েছেন।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক