October 5, 2025

রাজ্য বিধানসভায় ‘অপারেশন সিন্দুর’ নিয়ে ধন্যবাদ প্রস্তাব

সোমালিয়া ওয়েব নিউজঃ আগামী সোমবার, ৯ই জুন থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ ১০ই জুন মঙ্গলবার, ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক কৃতিত্বপূর্ণ অভিযান ‘অপারেশন সিন্দুর’-এর জন্য তাঁদের ধন্যবাদ জানাতে সরকারি তরফে একটি প্রস্তাব পেশ করা হবে এবং এই প্রস্তাব নিয়ে দুই ঘণ্টার একটি বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই তথ্য জানান একটি সর্বদলীয় বৈঠকের পর, যা অধিবেশন শুরুর আগে প্রথা মাফিক আয়োজিত হয়। তিনি বলেন, এই ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে রাজ্য বিধানসভা ভারতীয় সেনার সাহস, দায়িত্ববোধ ও সাফল্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চায়।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-ও আলোচনায় অংশ নিতে পারেন বলে সূত্রের খবর, যা আলোচনার গুরুত্ব আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

Loading