October 5, 2025

ভারতে রাফাল যুদ্ধবিমানের ফিউসেলেজ নির্মাণে ফ্রান্স-ভারত যৌথ চুক্তি

সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতের প্রতিরক্ষা ও বিমান শিল্পে এক ঐতিহাসিক অগ্রগতি ঘটেছে। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন এবং ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) যৌথভাবে রাফাল যুদ্ধবিমানের ফিউসেলেজ (Fuselage) বা মূল কাঠামো নির্মাণের লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে।

এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো রাফাল বিমানের ফিউসেলেজ ফ্রান্সের বাইরে, অর্থাৎ ভারতে নির্মিত হতে চলেছে। উল্লেখ্য, ফিউসেলেজ হলো বিমানের প্রধান লম্বা ও ফাঁপা কাঠামো, যা ডানাগুলি, ল্যান্ডিং গিয়ার, এবং অন্যান্য প্রধান উপাদানগুলিকে সংযুক্ত করে।

ভারতের প্রতিরক্ষা ও বিমান শিল্পে এক ঐতিহাসিক অগ্রগতি ঘটেছে। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন এবং ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) যৌথভাবে রাফাল যুদ্ধবিমানের ফিউসেলেজ (Fuselage) বা মূল কাঠামো নির্মাণের লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে।
এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো রাফাল বিমানের ফিউসেলেজ ফ্রান্সের বাইরে, অর্থাৎ ভারতে নির্মিত হতে চলেছে। উল্লেখ্য, ফিউসেলেজ হলো বিমানের প্রধান লম্বা ও ফাঁপা কাঠামো, যা ডানাগুলি, ল্যান্ডিং গিয়ার, এবং অন্যান্য প্রধান উপাদানগুলিকে সংযুক্ত করে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু প্রতিরক্ষা শিল্প নয়, ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্যও একটি মাইলফলক হয়ে উঠবে।

Loading