October 5, 2025

স্মার্ট মিটার বসানো আপাতত স্থগিত — বিদ্যুৎ দপ্তরের সিদ্ধান্ত

সোমালিয়া ওয়েব নিউজঃ স্মার্ট মিটার প্রযুক্তি এমন এক ব্যবস্থা, যার মাধ্যমে গ্রাহক বিদ্যুৎ ব্যবহারের রিয়েল টাইম তথ্য পেতে পারেন এবং বিল প্রদানও হতে পারে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে। তবে এই প্রযুক্তি নিয়ে এখনও অনেকের মধ্যে দ্বিধা ও বিভ্রান্তি রয়েছে।

রাজ্যের গার্হস্থ্য গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্য বিদ্যুৎ দপ্তর। সোমবার দপ্তরের তরফে একটি সরকারি বিবৃতি জারি করে জানানো হয়েছে, পরীক্ষামূলক পর্যায়ে কিছু এলাকায় স্মার্ট মিটার বসানোর পরে একাধিক অভিযোগ উঠেছে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্যই সাময়িকভাবে এই প্রকল্প স্থগিত করা হচ্ছে।

বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে, “বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং টেলিকম টাওয়ারে সফলভাবে স্মার্ট মিটার ইনস্টল করা হলেও, গার্হস্থ্য স্তরে কিছু সমস্যা লক্ষ্য করা গিয়েছে। গ্রাহকদের স্বার্থে সেই সমস্যাগুলি সমাধান না হওয়া পর্যন্ত এই কাজ বন্ধ রাখা হচ্ছে।

গত কয়েক মাস ধরে রাজ্যের তিন থেকে চারটি জেলায় পরীক্ষামূলকভাবে কিছু গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছিল। তবে বহু গ্রাহক দাবি করেন,

  • হঠাৎ বিদ্যুৎ বিল বেড়ে গিয়েছে
  • মিটার পড়ার ভুল
  • ইনস্টলেশনের আগে পর্যাপ্ত তথ্য না পাওয়া
  • প্রযুক্তি নিয়ে বিভ্রান্তি ও আতঙ্ক

এই অভিযোগগুলিকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তর পদক্ষেপ নিতে বাধ্য হয়।

দপ্তরের এক আধিকারিক জানান, “আমরা স্মার্ট মিটার প্রযুক্তিকে অস্বীকার করছি না। বরং গ্রাহকদের আস্থা অর্জন করে, স্বচ্ছতা বজায় রেখে ভবিষ্যতে এই প্রকল্প পূর্ণ মাত্রায় রূপায়ণ করা হবে।”

বর্তমানে যে সব গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে, সেগুলি নিয়ে পৃথক পর্যালোচনা শুরু হয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞ দল গঠন করে গ্রাহকদের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত ত্রুটি খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।


Loading