সোমালিয়া ওয়েব নিউজঃ আপনি কি কখনও এমন একটি নদীর কথা শুনেছেন, যা এক লাফেই পার হওয়া যায়? পৃথিবীর বিস্ময়কর এই নদীর নাম হুয়ালাই নদী। এটি চীনের একটি স্বল্পপ্রসারিত অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদী।
মাত্র ৪ থেকে ১৫ সেন্টিমিটার চওড়া এই নদীটির দৈর্ঘ্য প্রায় ১৭ কিলোমিটার। এত সরু হওয়া সত্ত্বেও এটি “নদী” হিসেবে স্বীকৃত, কারণ একটি নদী হওয়ার জন্য যে বৈজ্ঞানিক শর্তগুলো পূরণ করতে হয়, সেগুলো হুয়ালাই নদী পূরণ করে।
বিশেষজ্ঞদের মতে, বিগত ১০ হাজার বছর ধরে নদীটির জলের প্রবাহ একই রকম রয়েছে। বছরের প্রতিটি দিন এতে স্বচ্ছ জল প্রবাহিত হয়, যা স্থানীয় কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় এবং বন্যপ্রাণীরাও এই জল পান করে। নদীর জল এতটাই নির্মল যে এটি সেচের কাজেও ব্যবহৃত হয়ে থাকে।
নদীটির উৎস মাটির গভীরে থাকা একটি নিরবিচ্ছিন্ন ভূগর্ভস্থ জলধারা। ফলে এতে কখনও জলের ঘাটতি দেখা যায় না। এঁকেবেঁকে গিয়ে হুয়ালাই নদী পড়ে গ্রাসল্যান্ড নেচার রিজার্ভার দালাইনুর লেক-এ।
বিশ্বের অন্যতম বিস্ময়কর এই প্রাকৃতিক গঠন আজও বহু পর্যটক ও গবেষকের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন