সোমালিয়া ওয়েব নিউজঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে আগামী পাঁচ দিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাঞ্চলীয় আবহাওয়া দপ্তরের প্রধান ড. সোমনাথ দত্ত এক বিবৃতিতে জানিয়েছেন, আজ পূর্ব বর্ধমান, নদীয়া এবং হুগলী জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী ২৫ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলিকেও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা