October 5, 2025

ভি. বালসারার ১০৩তম জন্মবার্ষিকী পালিত কলকাতায়

সোমালিয়া ওয়েব নিউজঃ বিশিষ্ট পিয়ানোবাদক, বাদ্যযন্ত্রী এবং সঙ্গীত আয়োজক ভি বালসারা (V Balsara) পার্সি হয়েও ভারতের সঙ্গীতের ইতিহাসে এক কিংবদন্তী হয়ে আছেন। ১৯২২ সালের ২২ জুন বম্বেতে এক গুজরাতি পার্সি পরিবারে ভি বালসারার জন্ম হয়। তাঁর আসল নাম ভিয়েস্তাপ আর্দেশির বালসারা। তাঁর নামের অর্থ ছিল তেজি ঘোড়া।  সেই প্রখ্যাত পিয়ানোবাদক, সুরকার ভি. বালসারার ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার কলকাতা ইউনিভার্সিটির ইনস্টিটিউট হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হল। ভি. বালসারা মেমোরিয়াল কমিটি এবং ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটি-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী, যন্ত্রসঙ্গীত শিল্পী এবং বহু শ্রোতামণ্ডলী।

অনুষ্ঠানে প্রবীণ সংগীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য শিল্পীরা ভি. বালসারার সঙ্গে কাটানো দিনের স্মৃতিচারণ করেন। গানে এবং যন্ত্রসঙ্গীতে ভি. বালসারার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রীকুমার চট্টোপাধ্যায় ভি. বালসারার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

এ দিনের মঞ্চ থেকে ভি. বালসারার স্মৃতিরক্ষা এবং উত্তর প্রজন্মের কাছে তাঁর শিল্পকীর্তি পৌঁছে দিতে কলকাতায় তাঁর মূর্তি স্থাপন এবং তাঁর ব্যবহৃত জিনিসপত্র নিয়ে একটি মিউজিয়াম গড়ে তোলার প্রস্তাবও ওঠে।

Loading