সোমালিয়া ওয়েব নিউজঃ আজ দেশজুড়ে পালিত হচ্ছে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ৭২তম মৃত্যুবার্ষিকী, যা বলিদান দিবস নামেও পরিচিত। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে নানা অনুষ্ঠানের।
ড. মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি লেখেন, “দেশের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
কলকাতায় একাধিক স্মরণসভা, আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও ড. মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ দিন সর্বত্র বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও ড. মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর আদর্শ ও কর্মের স্মরণে বিভিন্ন শহরে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর