October 5, 2025

পহেলগাঁও হামলায় এনআইএ-র বড় সাফল্য: দুই আশ্রয়দাতাকে গ্রেপ্তার

সোমালিয়া ওয়েব নিউজ; পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার ঘটনায় বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এই হামলায় যুক্ত জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে দু’জন স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করেছে এনআইএ।গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম পারভেজ আহমেদ জোথার (বাটকোট, পহেলগাঁও) এবং বসির আহমেদ জোথার (হিল পার্ক, পহেলগাঁও)। তদন্তকারীদের দাবি, ধৃতরা হামলার আগে জঙ্গিদের আশ্রয় দিয়েছিল এবং তাদের গতিবিধির ক্ষেত্রে সক্রিয়ভাবে সহায়তা করেছিল। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের মুখে ধৃতরা হামলায় জড়িত তিন সশস্ত্র জঙ্গির নাম-পরিচয় ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এনআইএ-র হাতে তুলে দিয়েছে। এগুলি পরবর্তী তদন্তে বড় ভূমিকা নেবে বলে আশা করছে সংস্থা। এনআইএ সূত্রে জানানো হয়েছে, এই দুই ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, হামলার পেছনের নেটওয়ার্ক খুঁজে পেতে আরও তদন্ত জোরদার করা হয়েছে। পহেলগাঁও হামলায় এখনও পর্যন্ত মোট কতজন জঙ্গি জড়িত ছিল, তা নিয়ে নির্দিষ্ট তথ্য হাতে আসার চেষ্টা চালাচ্ছে এনআইএ।

Loading