October 5, 2025

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ৭০তম প্রতিষ্ঠা দিবসে মানবিক উদ্যোগ

সোমালিয়া ওয়েব নিউজঃ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-এর ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন শাখা নানান উপায়ে দিনটি উদযাপন করছে। এরই অংশ হিসেবে বিধাননগর আঞ্চলিক কার্যালয় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রতিষ্ঠা দিবসের দিনে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত সুবর্ণদ্বীপ আশ্রমের বিশেষ ভাবে সক্ষম ও অনাথ শিশুদের প্রতি।
এই শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ব্যাংকের পক্ষ থেকে আশ্রমে আলমারি, ফ্যান ও জামাকাপড় প্রদান করা হয়।

স্টেট ব্যাংকের জেনারেল ম্যানেজার নিরোদ রঞ্জন বিশ্বাস জানান,“আমরা সবসময় এই শিশুদের পাশে থাকার চেষ্টা করব। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ।”

সোসাইটির সম্পাদক আরিফুল ইসলাম মন্ডল বলেন, “এই ধরনের সহায়তা আমাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। এটাই আমাদের প্রেরণা।”

এই মানবিক পদক্ষেপ শুধু প্রতিষ্ঠা দিবস উদযাপনকেই অর্থবহ করেছে না, বরং সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য এক নতুন আশার আলো জ্বেলে দিয়েছে।

Loading