October 5, 2025

বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। আজ কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত অনুষ্ঠানে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দলের রাজ্য সভাপতি নির্বাচনের নির্বাচনী আধিকারিক এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শমীক ভট্টাচার্যের নাম ঘোষণা করেন ও তাঁর হাতে মনোনয়নপত্রের সার্টিফিকেট তুলে দেন।

শমীক ভট্টাচার্য বর্তমানে রাজ্যসভার সাংসদ এবং দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন। দলের বিভিন্ন স্তরে সংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বে তার ভূমিকা অনেকের নজর কেড়েছে। এই পদে তাঁর দায়িত্ব গ্রহণে দল আরও সংগঠিত হবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপি সংগঠনে নতুন উদ্যম ও গতি আনতেই এই রদবদল।

Loading