October 5, 2025

পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে রেকর্ড, ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ উৎপাদন

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গ কৃষিক্ষেত্রে নতুন নজির গড়ল। ২০২৪-২৫ অর্থবছরে রাজ্যে উৎপাদিত হয়েছে ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন ধান, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম এবং যেকোনো পূর্ববর্তী বছরের তুলনায় সর্বাধিক। এই অর্জনের ফলে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে সারা দেশের শীর্ষস্থান দখলে রেখেছে।

২০২৪ সালে প্রবল বর্ষা ও কিছু জেলায় বন্যার প্রভাব সত্ত্বেও ধান উৎপাদন হয়েছে ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন, যেখানে ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন হয়েছিল ২০০.৬৩ লক্ষ মেট্রিক টন। মাত্র দু’বছরের ব্যবধানে রাজ্যে ধান উৎপাদন বেড়েছে প্রায় ৫৫.৯০ লক্ষ মেট্রিক টন — যা এক বিশাল সাফল্য বলেই মনে করছে কৃষি দপ্তর।

কোন কোন ফসল বেশি উৎপাদন হয়েছে?

  • আমন ধান: ১৬১.৫৫ লক্ষ মেট্রিক টন
  • বোরো ধান: ৭৫.৫৭ লক্ষ মেট্রিক টন
  • আউশ ধান: ১৯.৪১ লক্ষ মেট্রিক টন

জেলা ভিত্তিক ধান উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ করা গেছে:

  • তেলেনিপাড়া: ৭ লক্ষ মেট্রিক টন থেকে বেড়ে ১৪ লক্ষ মেট্রিক টন (দ্বিগুণ বৃদ্ধি)
  • জলপাইগুড়ি: ১.৫২ থেকে ৪.৫০ লক্ষ মেট্রিক টন
  • পুরুলিয়া: ০.৪৩ থেকে ৭.২ লক্ষ মেট্রিক টন

আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষকদের সামাজিক সুরক্ষা, সময়োপযোগী বীজ-বীজতলা ও বিনামূল্যে কৃষি উপকরণ সরবরাহ — এই সবই এই সফলতার প্রধান কারণ বলে মনে করছে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
“আমাদের সরকার চাষিদের পাশে সবসময় ছিল এবং থাকবে। কৃষির সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষকে আমাদের কুর্নিশ। এই রেকর্ড সমস্ত বাংলার গর্ব।”

পশ্চিমবঙ্গের কৃষকেরা দেখিয়ে দিয়েছেন যে, প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও সঠিক পরিকল্পনা, সরকারি সহায়তা এবং কঠোর পরিশ্রম দিয়ে বাংলার কৃষি সাফল্যের নতুন দিগন্ত ছুঁতে সক্ষম।

Loading