সোমালিয়া ওয়েব নিউজঃ সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে মহার্ঘ ভাতা (DA) প্রদান না করায় রাজ্যসরকারের বিরুদ্ধে সরব হল কর্মচারী মহল। রাজ্য কো-অর্ডিনেশন কমিটি অভিযোগ করেছে, রাজ্যসরকার একদিকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করছে, অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।
এই পরিস্থিতির প্রতিবাদে আজ রাজ্যজুড়ে দুই ঘণ্টার ‘পেন ডাউন’ কর্মসূচি পালন করছে কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। কর্মস্থলে উপস্থিত থাকলেও তারা নির্ধারিত সময় পর্যন্ত কোনও প্রশাসনিক কাজ করবেন না বলে জানানো হয়েছে।
কর্মসূচিতে যুক্ত কর্মচারীদের বক্তব্য:
“আমরা শুধুমাত্র আমাদের অধিকার চাই। সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতাকে অধিকারের স্বীকৃতি দিয়েছে, কিন্তু রাজ্যসরকার সেই নির্দেশ কার্যকর করছে না।” — জানালেন এক সরকারি কর্মচারী।
সংগ্রামী যৌথ মঞ্চের সমর্থন
এই আন্দোলনে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। গত মঙ্গলবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “রাজ্যসরকারের এই অবস্থান অনৈতিক ও আদালত অবমাননার সামিল। কর্মচারীদের স্বার্থে আমরা এই লড়াইয়ে পাশে আছি।”
তিনি আরও জানান, আগামী ৯ জুলাই যে পূর্ণদিবস ধর্মঘট আহ্বান করা হয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
সুপ্রিম কোর্ট পূর্বেই জানিয়েছে, মহার্ঘ ভাতা কোনও অনুগ্রহ নয়, এটি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। অথচ রাজ্যসরকার এখনও সেই অনুযায়ী DA মেটাচ্ছে না বলে অভিযোগ। এই নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে।
- ৪ জুলাই: ২ ঘণ্টার পেন ডাউন (সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত)
- ৯ জুলাই: পূর্ণদিবস ধর্মঘটের আহ্বান
এই পরিস্থিতিতে রাজ্যসরকারের ভূমিকা এবং প্রতিক্রিয়া নিয়ে এখন চরম উত্তেজনা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। আন্দোলনের জেরে স্বাভাবিক প্রশাসনিক কাজকর্মে প্রভাব পড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক