October 5, 2025

উস্রি নদীর ঝর্ণায় ভরা বর্ষার ভয়ানক রূপে মোহিত পর্যটকরা


সোমালিয়া ওয়েব নিউজঃ গিরিডি জেলার(ঝাড়খণ্ড) প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া উস্রি নদীর ঝর্ণা ভরা বর্ষায় ফিরে পেয়েছে তার চিরচেনা ভয়ানক রূপ। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠে যাকে নিয়ে লেখা হয়েছিল — “উস্রি নদীর ঝর্ণা দেখতে যাবো, দিনটা বড় বিশ্রী”, সেই উস্রি আজ আর বিশ্রী নয়, বরং বর্ষায় সে এক অন্যরকম মুগ্ধতা তৈরি করেছে দর্শনার্থীদের মনে।

গত সপ্তাহেই এক পর্যটক দল উস্রি ঝর্ণার নৈসর্গিক রূপ উপভোগ করে ফিরে জানান, “ঝর্ণার গর্জন ছিল অসাধারণ, চারদিকে ঘন সবুজ শালবন, তার মধ্যে দিয়ে কাঁচা শালের গন্ধ যেন মনটাকে ভরে দিল।” তারা আরও বলেন, “ভাগ্যক্রমে যেদিন আমরা পৌঁছাই, ঠিক সেদিনই বাঁধের জল ছাড়া হচ্ছিল। ফলে উস্রি নদী যেন যৌবনে টইটম্বুর। ঝর্ণার জলপ্রবাহ ছিল ভয়ানক সুন্দর।”

হাওড়া বা আসানসোল থেকে সরাসরি ধানবাদগামী ট্রেন ধরতে হবে। ধানবাদ স্টেশন থেকে গিরিডি অভিমুখে বাস বা শেয়ার গাড়িতে করে পৌঁছাতে হবে ‘উস্রি মোড়’। সেখান থেকে টোটো ভাড়া করে সরাসরি ঝর্ণায় পৌঁছানো সম্ভব। যদিও ধানবাদ থেকে গিরিডির রাস্তা খানিকটা বেহাল, কিন্তু উস্রি মোড় থেকে ঝর্ণা পর্যন্ত পথটা বর্ষায় হয়ে ওঠে মনোরম, আঁকাবাঁকা সবুজ পথ যেন ছবির মতো সুন্দর।

গিরিডি থেকে গাড়ি ভাড়া করে ঘুরে আসা যায় খান্ডোলি ড্যাম ও পার্ক, যেখানে রয়েছে একটি ছোট পাহাড় এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা। দিনের শেষে পর্যটকরা বিশ্রাম নেন পরেশনাথে। পরেশনাথে থাকার এবং খাওয়ার ভালো ব্যবস্থা রয়েছে, যা দীর্ঘদিনের ভ্রমণ পরিকল্পনার জন্য আদর্শ।

বর্ষাকালে প্রকৃতি প্রেমিকদের কাছে উস্রি ঝর্ণা এক অনবদ্য গন্তব্য হয়ে উঠেছে। তবে স্থানীয় প্রশাসনের উচিত পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ রক্ষায় আরও সতর্ক হওয়া।

Loading