সোমালিয়া ওয়েব নিউজঃ : আজ ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা। ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত তিনটি বিশাল রথ। গুন্ডিচা মন্দির থেকে নিজ আবাস, জগন্নাথ মন্দিরে ফিরে যাবেন তাঁরা।
দুপুর নাগাদ শুরু হবে রথযাত্রা। তার আগে অনুষ্ঠিত হবে একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠান। এই উপলক্ষে পুরী শহরে জারি হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার জন্য মোতায়েন হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, সিসিটিভি নজরদারি, এবং কন্ট্রোল রুম।
শুধু পুরী নয়, রাজ্যের বিভিন্ন এলাকাতেও পালিত হচ্ছে উল্টো রথ। হুগলির মাহেশের ঐতিহাসিক রথ, দিঘা, গুপ্তী পাড়া, মহিষা দল, ইসকন কলকাতা এবং মায়াপুরে আজ রথযাত্রার প্রত্যাবর্তনের মহোৎসব। রঙিন শোভাযাত্রা, ধর্মীয় সংগীত, প্রসাদ বিতরণ, এবং ধর্মীয় আবহে মুখর হয়ে উঠেছে শহর ও গ্রামাঞ্চল।
মায়াপুর ইসকন সূত্রে জানা গেছে, সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। হাজার হাজার ভক্ত ভগবানের দর্শন পেতে ভিড় জমিয়েছেন।
পুরীর রথযাত্রার লাইভ সম্প্রচারও করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। উৎসবমুখর পরিবেশে শ্রদ্ধা, ভক্তি ও আনন্দে মাতোয়ারা হয়েছেন ভক্তরা।

More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ