October 5, 2025

নীরব মোদীর ভাই নেহাল মোদী গ্রেফতার: মার্কিন মুলুকে সিবিআই-ইডির যৌথ অভিযানের সাফল্য


সোমালিয়া ওয়েব নিউজঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে শত-শত কোটি ডলারের আর্থিক জালিয়াতি মামলায় এক বড় সাফল্য পেল ভারতীয় তদন্ত সংস্থাগুলি। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস ভারত সরকারকে জানিয়েছে, ওই মামলায় অন্যতম অভিযুক্ত ও পলাতক ব্যবসায়ী নীরব মোদীর ভাই নেহাল মোদীকে গতকাল গ্রেফতার করা হয়েছে।

ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এর যৌথ আবেদনের ভিত্তিতেই এই গ্রেফতারি হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন।

ইডি সূত্রে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রক নেহাল মোদীর বিরুদ্ধে অর্থ তছরুপ, আর্থিক জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করেছে। উল্লেখ্য, ২০১৮ সালে ভারতের অন্যতম ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা হিসেবে পরিচিত এই কেলেঙ্কারিতে নীরব মোদী এবং তার পরিবারের সদস্যরা অভিযুক্ত হন।

তদন্তে উঠে এসেছে, নেহাল মোদী শুধু ভাই নীরবের হয়ে কাজ করতেন না, বরং সক্রিয়ভাবে আর্থিক জালিয়াতি এবং হাওয়ালা লেনদেনে অংশ নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বেশ কিছু নথি নষ্ট করারও অভিযোগ রয়েছে, যা মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে বলে জানায় সিবিআই।

মার্কিন আদালতে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৭ জুলাই। ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে ভারতে প্রত্যর্পণ করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে বলেও সূত্রের খবর।

ভারতের আর্থিক নিরাপত্তা এবং বিচারব্যবস্থার পক্ষে এই গ্রেফতার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও আইনি মহল। কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির মতে, “এটি শুধু একটি গ্রেফতার নয়, আন্তর্জাতিক অপরাধ দমন এবং তথ্য আদান-প্রদানে এক বড় উদাহরণ।”

Loading