সোমালিয়া ওয়েব নিউজ : চাকরি ফেরানোর দাবিতে আজ বিজেপির নতুন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করবেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। এই শিক্ষকরা মূলত এসএসসি দুর্নীতির পরে চাকরি হারিয়েছেন বলে দাবি করছেন।
যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠনের তরফে সুমন বিশ্বাস জানান, রাজ্য সরকারের তরফে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত তাঁদের পুনঃনিয়োগের কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তাঁরা এবার বিজেপির রাজ্য সভাপতির কাছে সরাসরি দাবি জানাবেন।
তিনি আরও বলেন, “আমরা এই সাক্ষাৎকারে আমাদের ন্যায্য দাবি তুলে ধরব। আমরা চাই, রাজ্য এবং কেন্দ্র — উভয় স্তরেই আমাদের সমস্যার স্থায়ী সমাধান হোক।”
রাজ্য রাজনীতিতে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এসএসসি কেলেঙ্কারি ঘিরে রাজ্যের শিক্ষাখাতে ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপির নতুন নেতৃত্ব কী পদক্ষেপ নেয়, সে দিকেই তাকিয়ে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা।
আজকের এই সাক্ষাৎকারের ফলাফল নিয়েও জল্পনা তুঙ্গে। শিক্ষক মহলে আশাবাদ — হয়তো এই রাজনৈতিক চাপ প্রয়োগের ফলে তাঁদের পুনঃনিয়োগের পথে কোনো অগ্রগতি হতে পারে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক