সোমালিয়া ওয়েব নিউজঃ কল্পবিজ্ঞান নয়, এবার বাস্তবেই মানুষ তৈরির প্রাথমিক ধাপ এগিয়ে গেল। বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের একটি দল শুরু করেছেন ‘সিনথেটিক জিনোম হিউম্যান প্রজেক্ট’, যার লক্ষ্য নিখুঁতভাবে মানুষের ডিএনএ কোড কৃত্রিমভাবে তৈরি করা। বিজ্ঞান ও জেনেটিক্সে এই অগ্রগতি বৈপ্লবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কী এই প্রকল্প?
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মানব জিনোম — অর্থাৎ মানুষের সম্পূর্ণ জিনগত মানচিত্র — কৃত্রিম উপায়ে তৈরি করা। ২০১৬ সালে প্রথম এই ধারণা সামনে এলেও সম্প্রতি তা বাস্তব প্রয়োগের দিকে এগোচ্ছে। গবেষকদের মতে, এর মাধ্যমে জিনগত রোগ দূরীকরণ, ওষুধ উদ্ভাবন, এবং অঙ্গ প্রতিস্থাপন আরও উন্নত ও নির্ভুল করা সম্ভব হবে।
নৈতিকতা ও শঙ্কা
তবে এই প্রকল্প ঘিরে উদ্বেগও বাড়ছে। কৃত্রিমভাবে মানব ডিএনএ তৈরি প্রযুক্তি ভবিষ্যতে ধ্বংসাত্মক কাজে ব্যবহার হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন জীববিজ্ঞান ও নীতিবিদরা। বিশেষ করে, যদি কৃত্রিম জিনোম দিয়ে জীব তৈরি করা সম্ভব হয়, তাহলে তা জৈব অস্ত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে।
তবে প্রকল্পের সাথে যুক্ত বিজ্ঞানীরা আশ্বস্ত করছেন, আপাতত ‘কৃত্রিম মানুষ’ তৈরি তাদের লক্ষ্য নয়। তাঁদের মতে, “এটি সম্পূর্ণ গবেষণাভিত্তিক, এবং এর উদ্দেশ্য হলো মানুষের জীবনমান উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানে অগ্রগতি।”
ভবিষ্যতের দিশা
বিশ্ববিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে পরিচালিত এই প্রকল্পের সাফল্য মানব সভ্যতার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে। তবে তার সাথে প্রয়োজন সুস্পষ্ট নৈতিক নির্দেশিকা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যাতে এই প্রযুক্তির অপব্যবহার রোধ করা যায়।

More Stories
আলকুশি
শিশুর বিকাশে সংগীত শিক্ষা অপরিহার্য: গবেষণা জানাচ্ছে নতুন দিগন্তের কথা
চাঁদের পূর্ণগ্রহণ আজ : আকাশজুড়ে ‘রক্তচাঁদ’-এর বিরল দৃশ্য