সোমালিয়া ওয়েব নিউজঃ কলকাতার প্রাণপ্রেমীদের জন্য রোমাঞ্চকর এক খবর—এই মাসেই আলিপুর চিড়িয়াখানায় আসতে চলেছে সবুজ অ্যানাকোন্ডা! দক্ষিণ ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে বিশাল আকৃতির এই সাপটিকে আনছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানার অধিকর্তা অরুণ কুমার মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সবুজ অ্যানাকোন্ডার জন্য তৈরি করা হচ্ছে বিশেষ এনক্লোজার, যার নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ। এই পরিবেশ-নির্ভর আবাসস্থলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অ্যানাকোন্ডার স্বাভাবিক আচরণ ও জীবনধারা বজায় থাকে।
🐍 সবুজ অ্যানাকোন্ডা সম্পর্কে কিছু তথ্য:
- সবুজ অ্যানাকোন্ডা (Green Anaconda) বিশ্বের অন্যতম বৃহৎ ও ভারী সাপ।
- এদের আদি নিবাস দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গল।
- সাধারণত জলাভূমি ও নদীতীরে এদের বসবাস।
- সঠিক পরিবেশে এরা প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
চিড়িয়াখানায় এর আগেও অ্যানাকোন্ডা আনা হয়েছে—হলুদ অ্যানাকোন্ডা (Yellow Anaconda), যেটিকেও চেন্নাইয়ের একই প্রতিষ্ঠান থেকে আনা হয়েছিল। দর্শকদের আগ্রহ ও সাড়ার ভিত্তিতে এবার আনা হচ্ছে আরও আকর্ষণীয় ও ভয়াবহ রূপের সবুজ অ্যানাকোন্ডা।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই সদস্য দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এবং বিশেষ করে শিশুদের মধ্যে বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা তৈরি করবে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক