সোমালিয়া ওয়েব নিউজঃ গতকাল কলকাতার ঐতিহ্যবাহী ভারত সভা হলে পালিত হল স্বাধীন ভারতের স্থপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এই দিনটি।
জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী।
‘ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন সমিতি’-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের সভাপতি ও MAKAIS-এর অধিকর্তা ড. স্বরূপ প্রসাদ ঘোষ, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আখতার, সহ বিশিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবন, শিক্ষা সংস্কার, দেশগঠনে তাঁর ভূমিকা, কাশ্মীর ইস্যুতে তাঁর অবস্থান ও আত্মত্যাগ সম্পর্কে বিশদে আলোচনা করেন। বিশেষ করে ‘এক দেশ, এক আইন’ নীতিতে তাঁর অগ্রণী ভূমিকা ও দেশের অখণ্ডতা রক্ষায় তাঁর বলিষ্ঠ অবস্থান আজও প্রাসঙ্গিক বলে মনে করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষে ছিল দেশাত্মবোধক সংগীত পরিবেশনা, বক্তৃতা এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে ড. মুখোপাধ্যায়ের প্রতি সম্মান জানানো।

More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ