October 5, 2025

সংরক্ষিত আলুর দামে ধস, মুখ্যমন্ত্রীকে চিঠি আলু ব্যবসায়ীদের

সোমালিয়া ওয়েব নিউজ: সংরক্ষিত আলু ব্যবসায়ীরা এবার চরম আর্থিক সংকটে। বাজারে আলুর দাম অতিমাত্রায় পতনের ফলে প্রচুর ব্যবসায়ী এবং আলু সংরক্ষণকারীরা লোকসানের মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে সরকার নির্ধারিত সহায়ক মূল্যে আলু কেনার ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি জগবন্ধু মন্ডল এবং সম্পাদক লালু মুখার্জী যৌথভাবে একটি লিখিত আবেদনে উল্লেখ করেন, বহু কৃষক ও ব্যবসায়ী এই মুহূর্তে তাদের সংরক্ষিত আলু ন্যায্য দামে বিক্রি করতে পারছেন না। ফলে প্রায়শই তাঁদের বিরাট পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আবেদনপত্রে তাঁরা অনুরোধ করেছেন, সরকার যেন দ্রুত হস্তক্ষেপ করে লোকসানে বিক্রি হওয়া আলুর সঠিক মূল্য নির্ধারণ করে কৃষক ও ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করে। সেই সঙ্গে সরকারি হারে সহায়ক মূল্যে আলু ক্রয়ের উদ্যোগ গ্রহণেরও দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, চলতি মরসুমে রাজ্যে আলু উৎপাদন স্বাভাবিক থাকলেও চাহিদার তুলনায় বাজারে জোগান বেড়ে যাওয়ায় দাম পড়ে যায়। এই পরিস্থিতিতে বহু হিমঘরেও সংরক্ষিত আলু বিক্রি করা দুরূহ হয়ে পড়েছে। এই প্রসঙ্গে ব্যবসায়ীদের আশা, সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে কৃষকদের পাশাপাশি ব্যবসায়ীরাও বড় ধরণের ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন।

Loading