October 5, 2025

সন্ধ্যার সময়ের বৃষ্টি, বিষ ছড়ানো শরীর — মৃত্যুকে হার মানালেন অপু!


সাপের কামড়ে আশঙ্কাজনক গৃহবধূকে বাইকে চাপিয়ে ৫ কিমি ছুটে এলেন সিভিক ভলান্টিয়ার

সোমালিয়া ওয়েব নিউজঃ প্রবল বৃষ্টিতে ভেজা পথ, চারপাশে উৎকণ্ঠার ছায়া। সময়ের সঙ্গে মরিয়া লড়াই। একদিকে মৃত্যুর গ্রাসে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন এক গৃহবধূ, অন্যদিকে অ্যাম্বুল্যান্স পৌঁছাতে দেরি। এই সঙ্কটময় মুহূর্তে মানবিকতার অনন্য নজির গড়লেন পুরুলিয়ার মানবাজার থানার সিভিক ভলান্টিয়ার অপু কোটাল।

গত শুত্রুবার দুপুরে পুরুলিয়ার মানবাজার থানার অন্তর্গত রাজাবাগান গ্রামে চাষের জমিতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পূজা বাউরি নামে এক গৃহবধূ। প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিভিক ভলান্টিয়ার অপু কোটাল।

এদিকে অ্যাম্বুল্যান্সের অপেক্ষায় সময় নষ্ট না করে, নিজের বাইকে করে পূজাদেবীকে দ্রুত মানবাজার ১ নম্বর গ্রামীণ হাসপাতালে পৌঁছে দেন অপু। প্রায় ৫ কিমি ভিজে কাদামাখা রাস্তা পেরিয়ে পৌঁছান তাঁরা। সময় মতো চিকিৎসা শুরু হওয়ায় বর্তমানে বিপদমুক্ত পূজা বাউরি।

চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা না পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারত। স্থানীয় মানুষজন ও পূজার পরিবার কৃতজ্ঞ অপু কোটালের এই অসামান্য মানবিক কাজের জন্য।

একজন সিভিক ভলান্টিয়ার হয়েও অপু কোটালের এই সাহসিকতা এবং তৎপরতা সমাজের কাছে এক বড় বার্তা — মানুষের পাশে দাঁড়ানোর জন্য চাকরি বা পদ নয়, চাই শুধু মন।

Loading