October 6, 2025

৯ জুলাই ধর্মঘটে ‘সংগ্ৰামী যৌথ মঞ্চ’: রাজ্যের শিক্ষাক্ষেত্র ও কর্মসংস্থানের দাবিতে জোরালো আন্দোলনের ডাক

সোমালিয়া ওয়েব নিউজঃ :SSC-২০১৬ পরীক্ষার্থীদের OMR প্রকাশ, রাজ্যের স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের স্বার্থে দাবিদাওয়া, এবং সরকারি দপ্তরে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর দাবিতে আগামী বুধবার, ৯ জুলাই, রাজ্যজুড়ে ধর্মঘটে সামিল হতে চলেছে সংগ্ৰামী যৌথ মঞ্চ

এই ধর্মঘটের মূল দাবি রাজ্য সরকারি কোষাগার থেকে বেতনভুক্ত কর্মীদের ন্যায্য অধিকার নিয়ে। অন্যান্য সর্বভারতীয় শ্রমিক ধর্মঘটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বরং এটি সম্পূর্ণভাবে রাজ্যের অন্দরমহলের সমস্যাগুলোকে কেন্দ্র করেই ডাকা হয়েছে।

দাবি :

  • সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ২৫% বকেয়া মহার্ঘ ভাতা (DA) প্রদান।
  • SSC-2016 পরীক্ষার্থীদের সকলের OMR স্ক্রিপ্ট প্রকাশ এবং যোগ্য প্রার্থীদের নির্ভুল তালিকা প্রকাশ।
  • সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ।
  • সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ ও সমকাজে সমবেতন।
  • প্রতিহিংসামূলক বদলি স্থগিত।
  • নারী কর্মীদের সুরক্ষার নিশ্চয়তা।

‘সংগ্ৰামী যৌথ মঞ্চ’-এর আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আমাদের এই আন্দোলন সম্পূর্ণ আইনি অধিকারভিত্তিক। অতীতে ব্রেক-ইন-সার্ভিসের হুমকি দিয়ে সরকার ধর্মঘট দমন করার চেষ্টা করেছিল। তবে ২০২৩ সালের ১০ মার্চের ধর্মঘটের পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই হুমকির ভিত্তি নষ্ট হয়েছে। এখন আর সরকার এ নিয়ে নোটিফিকেশন দিতে পারছে না। সর্বোচ্চ একদিনের বেতন কাটা ছাড়া প্রশাসনিকভাবে কিছু করার সুযোগ নেই।”

২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্রেক-ইন-সার্ভিসের নোটিশের মাধ্যমে কর্মীদের দমন করা হলেও, ২০২৩ সালের নবান্ন বৈঠকে অর্থসচিব এই নোটিশের ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। এরপর ‘সংগ্ৰামী যৌথ মঞ্চ’ সেই নোটিশকে SAT-এ চ্যালেঞ্জ করে, যার শুনানি এখনও বিচারাধীন।

সংগ্ৰামী যৌথ মঞ্চ জানিয়েছে, ধর্মঘট চলাকালীন কোনো কর্মচারীর উপর প্রশাসনিক চাপে পড়লে সংগঠন পাশে থাকবে। এজন্য একটি হেল্পডেস্ক চালু করা হবে, যার নম্বর আগামীকাল প্রকাশ করা হবে।

এদিকে ৯ই জুলাই এর Strike নিয়ে স্টাফেদের হাজিরা সংক্রান্ত রিপোর্ট পাঠানোর ফরম্যাট দিলো নবান্ন।

Loading