সোমালিয়া ওয়েব নিউজঃ আজ, ৮ জুলাই, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বামপন্থী রাজনীতির এক মহান ব্যক্তিত্ব জ্যোতি বসুর ১১২তম জন্মবার্ষিকী। এই দিনটি উপলক্ষে রাজ্যের নানা প্রান্তে নানা কর্মসূচি পালিত হলেও মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে কলকাতার নিউ টাউনে অবস্থিত জ্যোতি বসু সমাজ চর্চা ও গবেষণা কেন্দ্রে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিপিএমের প্রবীণ নেতা বিমান বসু। উপস্থিত থাকবেন বিভিন্ন বামপন্থী রাজনৈতিক নেতা, সমাজকর্মী, শিক্ষাবিদ ও জ্যোতি বসুর দীর্ঘ রাজনৈতিক জীবনের অনুরাগীরা।
১৯১৪ সালের ৮ জুলাই জন্মগ্রহণ করেন জ্যোতি বসু। তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রীদের একজন — ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম স্তম্ভ ছিলেন এবং তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, প্রশাসনিক দক্ষতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধা তাঁকে একটি ঐতিহাসিক অবস্থানে প্রতিষ্ঠা করেছে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক