October 6, 2025

বাংলায় সরকারি চাকরিতে হিন্দির দাপট? ভাষা নিয়ে ফের বিতর্কে রাজ্য সরকার

সোমালিয়া ওয়েব নিউজ:রাজ্যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে হিন্দি ভাষার উপর ‘প্রেফারেন্স’ দেওয়া হচ্ছে— এমন অভিযোগ ঘিরে ফের একবার ভাষা-রাজনীতি চড়চড় করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে একাংশ তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলছে, “এই রাজ্যে চাকরি পেতে হলে এখন বলতে হয়— ‘Main Hindi bol sakta hoon, Sir!’

প্রকাশ্যে এসেছে এমন কিছু অভিযোগ, যেখানে স্বাস্থ্য দপ্তরসহ বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রে হিন্দি ভাষা জানা থাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে— তাহলে বাংলা ভাষা কোথায়?

এছাড়াও অভিযোগ উঠেছে যে,

  • বাংলা মাধ্যম স্কুল একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে।
  • উর্দু ও হিন্দি মাধ্যম স্কুলের সংখ্যা বাড়ছে।
  • সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার কমে যাচ্ছে।

সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলা পক্ষ ইতিমধ্যেই এর প্রতিবাদে মুখ খুলেছে। সংগঠনের এক মুখপাত্র বলেন, “যেখানে অন্য রাজ্যে তাদের আঞ্চলিক ভাষাকে রক্ষা করতে সরকার সক্রিয়, সেখানে পশ্চিমবঙ্গ সরকার বাংলা ভাষার প্রতি অবহেলা করছে। এটা শুধু ভাষার অবমাননা নয়, বরং সাংবিধানিক অধিকার হরণ।”

সমালোচকদের মতে, বাংলা ভাষার গুরুত্ব কমিয়ে হিন্দিকে চাপিয়ে দেওয়া হলে বহু বাঙালি চাকরিপ্রার্থী পিছিয়ে পড়বেন। “ভাষাগত পরিচয়কে দুর্বল করে দিলে তা ভবিষ্যতে সাংস্কৃতিক অধঃপতনের দিকে নিয়ে যেতে পারে”— মত শিক্ষাবিদদের।

এই প্রতিবাদ ও বিতর্কের মধ্যেও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Loading