December 1, 2025

স্বীকৃত মাদ্রাসাগুলির পুরুষ শিক্ষকদের জন্য ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার


সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের স্বীকৃত বেসরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলির পুরুষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় সুখবর। সন্তান প্রতিপালনের জন্য এবার থেকে সর্বোচ্চ ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি মিলবে তাঁদের। সম্প্রতি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর এক সরকারি নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

১০ জুলাই, ২০২৫ তারিখে প্রকাশিত এই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সমস্ত স্বীকৃত নন-গভর্নমেন্ট এইডেড মাদ্রাসার স্থায়ী পদে নিযুক্ত এবং ROPA অনুযায়ী বেতনপ্রাপ্ত পুরুষ কর্মীরা চাকরি জীবনে একবারের জন্য সর্বাধিক ৩০ দিনের পিতৃত্ব ও চাইল্ড কেয়ার ছুটি গ্রহণ করতে পারবেন।

এই সিদ্ধান্তটির পেছনে ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ সালে রাজ্য অর্থ দফতর কর্তৃক জারি করা একটি পূর্ববর্তী নির্দেশিকাকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ রয়েছে, পূর্ব নির্ধারিত নিয়মাবলী অনুসরণ করেই ছুটি মঞ্জুর করা হবে এবং প্রয়োজনীয় সংশোধন Leave Rules-এ সময়মতো সংযোজিত হবে।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শিক্ষক সংগঠনগুলি। তাঁদের মতে, এটি একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী সিদ্ধান্ত, যা পরিবার ও কর্মজীবনের ভারসাম্য রক্ষায় সাহায্য করবে।

নির্দেশিকাটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব শিক্ষা দফতর, পর্ষদ এবং জেলা স্তরের আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।

Loading