December 1, 2025

ডাক পরিষেবায় নবযুগের সূচনা : চালু হচ্ছে ক্লাউড-ভিত্তিক ‘এডভান্সড পোস্টাল টেকনোলজি’

সোমালিয়া ওয়েব নিউজঃ ডাক পরিষেবায় প্রযুক্তির ছোঁয়া এনে, গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও উন্নততর পরিষেবা নিশ্চিত করতে এক নতুন পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ। আগামী ১৫ই জুলাই থেকে দক্ষিণ হুগলি, পূর্ব কলকাতা ও দক্ষিণ দিনাজপুর পোস্টাল ডিভিশন, সব রেলওয়ে পোস্টাল সার্ভিস এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যালয়গুলোতে চালু হতে চলেছে ক্লাউড-ভিত্তিক ‘এডভান্সড পোস্টাল টেকনোলজি’ (APT) ব্যবস্থা।

APT হলো একটি আধুনিক ক্লাউড সার্ভার-ভিত্তিক ডিজিটাল পরিকাঠামো, যা ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং স্বচ্ছ করে তুলবে। ডাক বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এই প্রযুক্তির মাধ্যমে পোস্ট অফিসগুলোর দৈনন্দিন কার্যক্রমে গতি আসবে এবং গ্রাহক পরিষেবার মান হবে আরও উন্নত।

ডাক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, “এটি কেবল প্রযুক্তিগত আপগ্রেড নয়, বরং গ্রাহক পরিষেবার ক্ষেত্রে একটি গেম চেঞ্জার। এর মাধ্যমে বর্ধিত কর্মদক্ষতা, বাস্তবসম্মত ডেটা ব্যাকআপ, এবং নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত হবে।”

প্রথম পর্যায়ে রাজ্যের তিনটি পোস্টাল ডিভিশন ও রেলওয়ে পোস্টাল সার্ভিসে এই পরিষেবা চালু হলেও, ধাপে ধাপে অন্যান্য অঞ্চলেও এই প্রযুক্তি চালু করা হবে বলে জানা গেছে।

ডিজিটাল ভারত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ডাক বিভাগের এই উদ্যোগ গ্রাম ও শহর— উভয় স্তরেই ডাক পরিষেবাকে পৌঁছে দেবে এক নতুন উচ্চতায়।

Loading