October 5, 2025

পরমাণু ক্ষমতাসম্পন্ন পৃথ্বী-টু ও অগ্নি-ওয়ানের সফল উৎক্ষেপণ


সোমালিয়া ওয়েব নিউজঃ ভারত ফের একবার সফলভাবে প্রদর্শন করল তার কৌশলগত প্রতিরোধ ক্ষমতা। ওড়িশা উপকূলের চাঁদিপুর থেকে পরমাণু ক্ষমতাসম্পন্ন স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-টু এবং অগ্নি-ওয়ানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কৌশলগত বাহিনীর অগ্রণী কম্যান্ড এই উৎক্ষেপণের যাবতীয় কার্যকারিতা ও প্রযুক্তিগত দিকগুলি সুক্ষ্মভাবে পর্যালোচনা করেছে। এই ধরনের পরীক্ষামূলক উৎক্ষেপণ দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ও প্রস্তুতির প্রতীক বলে মনে করা হচ্ছে।

এছাড়াও, গত বুধবার লাদাখে সফলভাবে পরীক্ষা করা হয়েছে ‘আকাশ প্রাইম’ নামক দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। প্রায় সাড়ে চার হাজার মিটার উচ্চতায় শত্রুর ড্রোন বা বিমানকে লক্ষ্য করে আঘাত হানার ক্ষমতা রাখে এই মিসাইল। পাহাড়ি অঞ্চল ও প্রতিকূল পরিস্থিতিতেও কার্যকরভাবে কাজ করার লক্ষ্যেই এই ক্ষেপণাস্ত্রকে উন্নত প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে।

সেনা সূত্রে খবর, এই সব পরীক্ষা ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও দৃঢ় করার পথে বড় পদক্ষেপ। পাশাপাশি, দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভর ভারতের লক্ষ্যপূরণেও তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Loading