October 5, 2025

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা হাতি ও দুই শাবকের


সোমালিয়া ওয়েব নিউজঃ গতকাল গভীর রাতে ঝাড়গ্রাম বনবিভাগের মাণিকপাড়া রেঞ্জের অন্তর্গত বাঁশতলা স্টেশনের কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মা হাতি ও তার দুই শাবকের। রাত প্রায় পৌনে দু’টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায়।

জানা যাচ্ছে , ওই সময় একটি দশ সদস্যের হাতির দল বাঁশতলার দিক থেকে সিপাহীবাঁধের দিকে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই দ্রুতগামী জনশতাব্দী এক্সপ্রেস এসে ধাক্কা মারে মা হাতি ও দুই শাবককে। ধাক্কার তীব্রতায় হাতিগুলির দেহ প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে ছিটকে পড়ে।

বন দপ্তরের এক আধিকারিক জানান, রেঞ্জ অফিসার হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমে ট্রেন কর্তৃপক্ষকে আগেই সতর্কবার্তা পাঠিয়েছিলেন। তবে ট্রেনের গতি এতটাই বেশি ছিল যে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।

ঘটনার পর সকালে দেখা যায়, মা হাতি ও শাবকদের দেহ ঘিরে দাঁড়িয়ে রয়েছে বাকি পাঁচ-ছ’টি হাতি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃতদেহগুলির পাশে দাঁড়িয়ে থাকা ওই হাতিদের চোখে জল দেখা গেছে, যা হৃদয়বিদারক দৃশ্য তৈরি করে।

হাতিগুলি সরে গেলে বন দপ্তরের কর্মীরা মৃতদেহগুলি উদ্ধার করেন। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ওই লাইনে ট্রেন চলাচল। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই দুর্ঘটনা ঘিরে পরিবেশপ্রেমী মহল ও সাধারণ মানুষের মধ্যে শোক এবং ক্ষোভের ছায়া নেমে এসেছে। রেল ও বন দপ্তরের সমন্বয়ের ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।

Loading