October 5, 2025

পানীয় জল সরবরাহে উন্নয়নে এডিবি-র ৮৬০ কোটি টাকার ঋণ, উপকৃত হবেন ১৬ লক্ষ মানুষ

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিরাপদ ও পরিশ্রুত পানীয় জলের দীর্ঘমেয়াদি ব্যবস্থা গড়ে তুলতে রাজ্য সরকারকে ১০ কোটি মার্কিন ডলার (প্রায় ৮৬০ কোটি টাকা) ঋণ মঞ্জুর করল এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (ADB)।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ফলে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া জেলার প্রায় ১৬ লক্ষ মানুষ উপকৃত হবেন। এই জেলাগুলিতে বহু জায়গায় ভূগর্ভস্থ জলে আর্সেনিক, ফ্লুরাইড ও অতিরিক্ত লবণাক্ততা-র সমস্যা রয়েছে, যার কারণে নিরাপদ পানীয় জলের অভাব দীর্ঘদিনের।

এই প্রকল্পের অধীনে দক্ষিণ ২৪ পরগনার লবণাক্ত জলপ্রবণ এলাকায় একটি নতুন জল সরবরাহ প্রকল্প গড়ে তোলা হবে। পাশাপাশি, পূর্ব মেদিনীপুরে বিকল্প পরিস্রুত জলের উৎস তৈরির কাজ শুরু হবে।

শুধু পরিকাঠামো নয়, জল পরিষেবা ব্যবস্থাপনাতেও জোর দিচ্ছে সরকার। প্রকল্পের অংশ হিসেবেই গ্রাম পঞ্চায়েতগুলিকে জল পরিষেবা পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে থাকবে জলের মিটার বসানো, মাসুল নির্ধারণের নীতি প্রণয়ন এবং রক্ষণাবেক্ষণের সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা

বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যের জন্য এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ভূগর্ভস্থ জলের দূষণজনিত স্বাস্থ্যঝুঁকি হ্রাসে এটি একটি কার্যকরী পদক্ষেপ হতে পারে।

Loading