সোমালিয়া ওয়েব নিউজঃ বিহারবাসীর জন্য বড়সড় সুখবর। রাজ্য সরকার ঘোষণা করেছে, আগামী ১লা আগস্ট থেকে বিহারে প্রতিটি পরিবারের জন্য প্রতি মাসে প্রথম ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।
এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার স্বয়ং, এক সামাজিক মাধ্যমের পোস্টে। তিনি জানিয়েছেন, এই নতুন উদ্যোগের ফলে প্রায় ১ কোটি ৬৭ লক্ষ পরিবার সরাসরি উপকৃত হবে।
বিদ্যুৎ বিলে স্বস্তা দেওয়ার পাশাপাশি, রাজ্য সরকার ভবিষ্যতের টেকসই উন্নয়নকে মাথায় রেখে আরও একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আগামী তিন বছরের মধ্যে গৃহস্থ বাড়ির ছাদে, মালিকের সম্মতিতে, সোলার পাওয়ার প্লান্ট বসানো হবে। এতে করে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ এই সোলার প্ল্যান্ট থেকেই পূরণ করা সম্ভব হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই সোলার প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং গ্রামীণ ও শহরাঞ্চলের মধ্যে সমতা রক্ষা করে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, বিহার সরকারের এই দুটি সিদ্ধান্ত—বিনামূল্যে বিদ্যুৎ এবং সোলার প্লান্ট স্থাপন—রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে