সোমালিয়া ওয়েব নিউজঃ বাংলা ভাষাসাহিত্যের প্রখ্যাত কবি, নাট্যকার ও সুরস্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুন ১৮৬৩–১৭ মে ১৯১৩) আজ ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন করলেন ভাষা ও সংস্কৃতি-প্রেমীরা। এই উপলক্ষে রাজ্যজুড়ে নানা সাংস্কৃতিক সংগঠন ও সরকারি মহল শ্রদ্ধা নিবেদন করেছে। তিনি ডি. এল. রায় নামেও সমধিক পরিচিত। শুধু কবি বা নাট্যকার নন—বাংলা সংগীতজগতের এক স্বতন্ত্র ধারার প্রবর্তক ছিলেন তিনি। তাঁর রচিত প্রায় ৫০০ গানের সংকলন আজ “দ্বিজেন্দ্রগীতি” নামে স্বীকৃত ও সমাদৃত।
“ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা”,
“বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ!”—
এই গানগুলির কথা ও সুর আজও বাঙালির হৃদয়ে দেশপ্রেম জাগায়। শিক্ষাঙ্গন থেকে সাংস্কৃতিক মঞ্চ—সর্বত্র এই গানগুলির পুনরাবৃত্তি ঘটে উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে।
তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে—
একঘরে, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল-বিজয় ইত্যাদি।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক