সোমালিয়া ওয়েব নিউজঃ আজ ২৩ জুলাই, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় বিপ্লবী চন্দ্রশেখর আজাদ-এর জন্মদিন। ১৯০৬ সালের এই দিনে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার ভাওরা গ্রামে জন্মগ্রহণ করেন এই সাহসী দেশপ্রেমিক। সারা দেশজুড়ে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে তাঁর জন্মবার্ষিকী।
সকাল থেকেই মধ্যপ্রদেশের আলীরাজপুর ও ঝাঁসি, এবং উত্তরপ্রদেশের কানপুরে তাঁর স্মৃতিসৌধে ভিড় করেন অসংখ্য মানুষ। শহিদ আজাদের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রশাসনিক কর্তাব্যক্তি, ছাত্রছাত্রী, সমাজকর্মী এবং সাধারণ মানুষ। বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক সংগঠন আয়োজন করেছে আলোচনা সভা, পদযাত্রা ও দেশাত্মবোধক সংগীতের আসর।
মাত্র ১৫ বছর বয়সে ‘অসহযোগ আন্দোলনে’ যোগ দিয়েই ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হন চন্দ্রশেখর। আদালতে নিজের নাম বলেন “আজাদ”, পিতার নাম “স্বাধীনতা”, এবং ঠিকানা “জেলখানা”—এই উত্তরে বিস্মিত হয়ে যায় গোটা দেশ। তখন থেকেই তিনি পরিচিত হন চন্দ্রশেখর আজাদ নামে।
পরবর্তীতে তিনি যুক্ত হন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন (HSRA)-র সঙ্গে। সাথী বিপ্লবীদের সঙ্গে মিলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একের পর এক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেন।
আজাদের নেতৃত্বে সংগঠিত হয় কাকোরি ট্রেন লুট (১৯২৫), যার মাধ্যমে বিপ্লবীদের অস্ত্র কেনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা হয়েছিল। লাহোরে স্যান্ডার্স হত্যা কাণ্ড (১৯২৮)-এও আজাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হত্যাকাণ্ড ব্রিটিশ পুলিশ অফিসার স্যান্ডার্সকে হত্যার প্রতিশোধ স্বরূপ সংগঠিত করা হয়েছিল, যিনি লালা লাজপত রায়ের মৃত্যুর জন্য দায়ী ছিলেন।
২৭ ফেব্রুয়ারি ১৯৩১-এ এলাহাবাদ (বর্তমানে প্রয়াগরাজ)-এর আলফ্রেড পার্কে ব্রিটিশ পুলিশের ঘেরাটোপে পড়ে যান চন্দ্রশেখর আজাদ। তীব্র লড়াইয়ের পর নিজের শেষ গুলিটি ব্যবহার করে আত্মাহুতি দেন, যাতে শত্রুর হাতে জীবিত ধরা না পড়তে হয়। তাঁর এই আত্মবলিদান আজও ভারতের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে।
আজ তাঁর জন্মদিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বার্তায় শহিদ আজাদকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী লেখেন—“চন্দ্রশেখর আজাদের আত্মত্যাগ ও সাহস আমাদের দেশপ্রেমের চেতনাকে চিরকাল উদ্দীপ্ত করে রাখবে।”
চন্দ্রশেখর আজাদ শুধু এক বিপ্লবীর নাম নন, তিনি ভারতীয় স্বাধীনতার ইতিহাসে সাহস, আত্মত্যাগ ও আদর্শের এক চিরঞ্জীব প্রতীক।
আজ তাঁর জন্মদিনে গোটা দেশ তাঁকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর