October 6, 2025

শারদোৎসবের প্রস্তুতিতে মুখ্যমন্ত্রীর সমন্বয় বৈঠক: ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে উপস্থিত থাকবেন প্রশাসনের শীর্ষকর্তারা ও পূজো কমিটিগুলি

সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন শারদোৎসবের প্রস্তুতি ঘিরে রাজ্য সরকারের তরফে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। দুর্গাপুজোর আগে কলকাতা ও পার্শ্ববর্তী শহরতলীর পূজো কমিটিগুলিকে সঙ্গে নিয়ে একটি বৃহৎ সমন্বয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ৩১ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক বসতে চলেছে।

এই বৈঠকে কলকাতা ও আশপাশের এলাকাগুলির নামী পূজো কমিটিগুলির প্রতিনিধিদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি থাকবেন:

কলকাতা পুরসভার শীর্ষ আধিকারিকরা
কলকাতা পুলিশ ও ট্রাফিক বিভাগের শীর্ষকর্তারা
স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি
দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগের আধিকারিক
বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা CESC-এর প্রতিনিধিরাও
এই বৈঠকের মূল উদ্দেশ্য, দুর্গাপুজোর আগে একযোগে নিরাপত্তা, স্বাস্থ্য, বিদ্যুৎ, ট্রাফিক এবং নাগরিক পরিষেবাগুলি নিয়ে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা।

মুখ্যমন্ত্রীর বার্তা: “উৎসব আনন্দের হোক, নিরাপদও হোক”
রাজ্যের সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজোকে ঘিরে রাজ্যের প্রশাসন বরাবরই বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছেন,
“উৎসব বাঙালির গর্ব। কিন্তু সেটা যেন নিরাপদ ও সুশৃঙ্খল হয় – সেটাই আমাদের লক্ষ্য।”

অতীতের মতো এবছরও সরকারি উদ্যোগে ‘সেফ পুজো’ এবং ‘সবুজ পুজো’ কর্মসূচি চালু থাকবে বলে সূত্রের খবর। পূজোর সময় দূষণ নিয়ন্ত্রণ, পানীয় জল সরবরাহ, রাস্তার বাতি, অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র ও ট্রাফিক নিয়ন্ত্রণ – সব বিষয়ে এই বৈঠকে দিকনির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী নিজে।

কলকাতায় প্রতি বছর প্রায় ৩,০০০-রও বেশি দুর্গাপুজো আয়োজিত হয়, যার অনেকগুলিই বড় মণ্ডপ, উচ্চ বাজেট এবং বিপুল ভিড়ের কেন্দ্রবিন্দু। উৎসবের সময়:

যানজট
বিদ্যুৎ সরবরাহ সমস্যা
দমকল সংক্রান্ত ঝুঁকি
স্বাস্থ্য জরুরি পরিস্থিতি
এসব পরিস্থিতি মোকাবিলায় পূজো কমিটি ও প্রশাসনের মধ্যে সমন্বয় অপরিহার্য।

Loading