সোমালিয়া ওয়েব নিউজঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন আগামী ৩০শে জুলাই। দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে ওইদিন সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি। এই সফরে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে।
কল্যাণীর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে তিনি সদ্য পাশ করা ডাক্তারি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে ভাষণ দেবেন ও ডিগ্রি প্রদান করবেন।
এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে একটি স্মরণীয় দিন, এবং রাষ্ট্রপতির উপস্থিতি সেই মাহাত্ম্য আরও বাড়িয়ে তুলবে।
সমাবর্তন অনুষ্ঠান শেষে বিকেলবেলায় রাষ্ট্রপতির কলকাতার দক্ষিণেশ্বর কালীমন্দির পরিদর্শনের কথা রয়েছে। সেখানে তিনি পূজো দেবেন ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। নিরাপত্তার স্বার্থে দক্ষিণেশ্বর ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই সফরের অংশ হিসেবে ৩১শে জুলাই দুপুরে রাষ্ট্রপতি কলকাতা থেকে ঝাড়খণ্ডের দেওঘর-এর উদ্দেশে রওনা হবেন। দেওঘরে রাষ্ট্রপতির বিভিন্ন ধর্মীয় ও সরকারি কর্মসূচি রয়েছে বলেও জানা গেছে।
রাষ্ট্রপতির সফরকে ঘিরে রাজ্য প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলি চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। বিমানবন্দর থেকে কল্যাণী এবং দক্ষিণেশ্বর পর্যন্ত রুটে বিশেষ নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশ, রাজ্যপাল দপ্তর এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে নিয়মিত সমন্বয়ও চলছে।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক