সোমালিয়া ওয়েব নিউজঃ আজ, ২৯ জুলাই, মহান শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও মানবতাবাদী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৩তম প্রয়াণ দিবস। ১৮৯১ সালের এই দিনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি “বিদ্যাসাগর” নামে খ্যাত, নারীশিক্ষা, বিধবা বিবাহ, সমাজ সংস্কার ও বাংলা গদ্যরীতির প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর অক্লান্ত পরিশ্রমেই বাংলার সমাজে মানবিক মূল্যবোধ ও শিক্ষার প্রসার ঘটেছিল।
এদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনে তাঁর স্মরণে অনুষ্ঠান, বক্তৃতা এবং প্রবন্ধ পাঠের আয়োজন করা হয়েছে। কলকাতার বিদ্যাসাগর কলেজ ও বিদ্যাসাগর মেমোরিয়াল হল-এ বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজকের দিনে আমরা স্মরণ করি সেই মহাপুরুষকে, যিনি ছিলেন যুগান্তকারী শিক্ষার আলোকবর্তিকা।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক