সোমালিয়া ওয়েব নিউজঃ পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিকে সংযুক্তকারী ট্রেন নিউ জলপাইগুড়ি–দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস এবার যাত্রা শুরু করতে চলেছে অত্যাধুনিক LHB (Linke Hofmann Busch) কোচ নিয়ে। রেল সূত্রে খবর, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১৫৭২২ নিউ জলপাইগুড়ি–দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস এবং পরদিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে ১৫৭২১ দীঘা–নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস LHB কোচে চলবে।
LHB কোচ সংযোজনের ফলে যাত্রীদের ভ্রমণ আরও নিরাপদ, আরামদায়ক ও ঝাঁকুনিমুক্ত হবে। এই কোচগুলি জার্মান প্রযুক্তিতে নির্মিত এবং উচ্চ গতিতেও অধিক স্থিতিশীল। এগুলি আগুন প্রতিরোধক এবং ধাক্কা লাগলে ক্ষতির সম্ভাবনাও কম।
উল্লেখ্য, বহু পর্যটক ও সাধারণ যাত্রী এই ট্রেনের মাধ্যমে দীঘা, পূর্ব মেদিনীপুর এবং শিলিগুড়ির মধ্যে যাতায়াত করেন। ট্রেনটি পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা যেমন মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুর প্রভৃতি অতিক্রম করে।
রেল সূত্রের খবর, এলএইচবি রেক চালুর ফলে কোচ সংখ্যা ও আসনসংখ্যায় সামান্য পরিবর্তন হতে পারে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।
এই ঘোষণায় যাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইছে। দীঘা বা দার্জিলিংগামী পর্যটকদের জন্য এটি যে একটি গুরুত্বপূর্ণ আপডেট, তা নিঃসন্দেহে বলা যায়।

More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক