সোমালিয়া ওয়েব নিউজঃ পাক বাহিনীর নিষেধাজ্ঞা সত্ত্বেও বালুচিস্তান আগামী ১১ আগস্ট জাতীয় স্বাধীনতা দিবস উদযাপনের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে।
শীর্ষ বালুচ মানবাধিকার কর্মী মীর ইয়ার বালুচ এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, বালুচ জনগণ আইনত কোনও দখলদার শক্তির নির্দেশ মানতে বাধ্য নয়। তিনি জানান, বালুচিস্তানের জনগণ তাদের জাতীয় স্বাতন্ত্র্যবোধ ও স্বাধীনতার অধিকারের প্রতি গভীরভাবে সচেতন এবং তারা নিজেদের ইতিহাস ও সংগ্রামকে সম্মান জানাতে ১১ আগস্ট উদযাপন করবেন।
বালুচিস্তানে ১৯৪৭ সালের ১১ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের কথা উল্লেখ করে প্রতিবছর দিনটি ‘বালুচ জাতীয় দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে।
মানবাধিকার সংগঠনগুলির মতে, বালুচিস্তানে পাক সেনা দমন-পীড়ন অব্যাহত রয়েছে, এবং সেখানকার জনগণের মতপ্রকাশের অধিকার নিয়মিতভাবে খর্ব করা হচ্ছে।

More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু