সোমালিয়া ওয়েব নিউজঃ আজ, ৪ আগস্ট, কিংবদন্তি শিল্পী কিশোর কুমার-এর জন্মদিন। সুরের আকাশে যিনি ছিলেন এক উজ্জ্বলতম নক্ষত্র, আজ তাঁর ৯৬তম জন্মজয়ন্তী। গান, অভিনয়, পরিচালনা থেকে শুরু করে আবেগ, প্রেম, ব্যঙ্গ– প্রতিটি সুরেই যিনি সৃষ্টি করেছেন চিরন্তন মুহূর্ত, সেই বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পীকে আজ স্মরণ করছে গোটা দেশ।
১৯২৯ সালের ৪ আগস্ট মধ্যপ্রদেশের খান্দওয়া শহরে জন্মগ্রহণ করেন কিশোর কুমার, মূল নাম ছিল অভাষ কুমার গাঙ্গুলি। আইনজীবী বাবা ও সংগীতপ্রেমী পরিবেশে বেড়ে ওঠা কিশোরের জীবনে প্রথম থেকেই ছিল সৃষ্টিশীলতার ছোঁয়া।
বড় ভাই অশোক কুমারের প্রভাবে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি, কিন্তু নিজের প্রতিভায় হয়ে ওঠেন স্বতন্ত্র এক ইতিহাস।
‘রূপ তেরা মস্তানা’, ‘পল পল দিল কে পাস’, ‘ইয়ে শাম মস্তানি’, ‘কোরা কাগজ থা ইয়ে মন’ – এমন অসংখ্য গান আজও প্রজন্মের পর প্রজন্মকে আলোড়িত করে চলেছে।
সত্তর ও আশির দশকে বলিউড মানেই কিশোর কুমার, এমনটাই মনে করেন সংগীতবোদ্ধারা।
তিনি শুধু গায়কই নন, ছিলেন সফল অভিনেতা, পরিচালক, গীতিকার ও সুরকার। ‘চলতি কা নাম গাড়ি’, ‘পড়োসন’, ‘দো দুনিয়া’ প্রভৃতি ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে হাসি ফোটায়।
১৯৮৭ সালের ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৮ বছর বয়সে কিশোর কুমার প্রয়াত হন। তাঁর মৃত্যুতে ভারতীয় সঙ্গীত জগত হারিয়েছিল এক অনন্য প্রতিভাকে।
তাঁর গান আজও রিমিক্সে, রেট্রো নস্ট্যালজিয়ায় কিংবা AI প্রযুক্তিতে জীবন্ত হয়ে ওঠে নতুন প্রজন্মের জন্য।
মধ্যপ্রদেশের খান্দওয়ায় তাঁর পৈতৃক বাসভবনে হচ্ছে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিভিন্ন সামাজিক মাধ্যমে আজ কিশোর কুমারকে স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চলচ্চিত্র জগতের তারকারা এবং সাধারণ মানুষ। সংগীতপ্রেমীরা #KishoreKumar ট্রেন্ডে ভরিয়ে দিয়েছেন তাঁর প্রতি ভালবাসা।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর