সোমালিয়া ওয়েব নিউজঃ স্বাধীনতার ৭৮তম বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে ‘হর ঘর তেরঙ্গা’ অভিযান। ২ আগস্ট থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ১৫ আগস্ট, ২০২৫ পর্যন্ত। স্বাধীনতার মর্যাদা ও জাতীয় পতাকার প্রতি গর্ব জাগিয়ে তোলার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ ইতিমধ্যেই সর্বত্র জনপ্রিয়তা পেয়েছে।
এই কর্মসূচির মূল ভাবনা, দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাধারণ মানুষকে এই উদ্যাপনে সামিল করা। জাতীয়তাবোধ জাগ্রত করতেই একে “জনআন্দোলনের রূপ” দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে।
এই কর্মসূচিকে সফল করে তুলতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন,
“‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি দেশের গৌরবের প্রতীক। প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের স্বাধীনতার সংগ্রাম এবং দেশের প্রতি দায়বদ্ধতাকে স্মরণ করা উচিত। সকলে যেন এই অভিযানে অংশগ্রহণ করেন, সেটাই আমার আন্তরিক অনুরোধ।”
রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, পঞ্চায়েত, পুরসভা ও সরকারি-আধা-সরকারি প্রতিষ্ঠানগুলিতে ইতিমধ্যেই জাতীয় পতাকা বিতরণের কাজ শুরু হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, এনজিও ও স্থানীয় প্রশাসন এই কর্মসূচিকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে।
রাজনৈতিক রং ছাড়িয়ে এই কর্মসূচি হয়ে উঠছে জাতীয় গর্বের প্রতীক, যেখানে শিশু থেকে প্রবীণ—সবাই মেতে উঠছেন জাতীয় পতাকা উত্তোলনে ও দেশাত্মবোধক স্লোগানে।

![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে