October 5, 2025

উত্তরাখণ্ডে মেঘভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানে ধ্বস্ত ধারালি ও হারশিল, উদ্ধারকাজে নামল সেনা ও এনডিআরএফ

সোমালিয়া ওয়েব নিউজঃ মেঘভাঙ্গা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের ধারালি ও হারশিল অঞ্চল। প্রবল বৃষ্টিপাতের ফলে একাধিক এলাকায় ভূমিধস ও জলস্ফীতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ (জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী) ও এসডিআরএফ (রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী)।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি নিজে উত্তরকাশীতে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি উদ্ধার ও ত্রাণ ব্যবস্থার অগ্রগতি খতিয়ে দেখছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ১৯০ জন বাসিন্দাকে বিপদগ্রস্ত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে দুর্গম এলাকায় ত্রাণ ও প্রাথমিক চিকিৎসার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।

বৃষ্টি থামলেও একাধিক স্থানে নদীর জলস্তর এখনও বিপজ্জনক মাত্রায় রয়েছে। ফলে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আবহাওয়া ও বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, বর্ষাকালে পাহাড়ি এলাকায় এই ধরনের হড়পা বান নতুন কিছু নয়, তবে এবারের ক্ষয়ক্ষতির মাত্রা অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্তারা।

Loading